paroles de chanson Tumi Chara Kichu Nei Aamar - Shaan
তুমি
ছাড়া
কিছু
নেই
আমার
এই
মনে
জীবনে
যাবে
ভিজে
এভাবেই
আকাশ
প্রেমেরই
শ্রাবণে
কেনো
যে
প্রেমে
কাঁদে
মন
জানে
যে
শুধু
এই
শ্রাবণ
আকাশ
চোখে
জল
আসে
কেন
যে
কি
কারণে
তুমি
ছাড়া
কিছু
নেই
আমার
এই
মনে
জীবনে
যাবে
ভিজে
এভাবেই
আকাশ
প্রেমেরই
শ্রাবণে
তুমি
ছাড়া
সাথী
নেই
আমার
জীবনের
এ
পথে
থেকে
যাবে
এভাবে
এই
প্রেম
হৃদয়ের
পাতা
তে
কখনও
যদি
ঝড়
আসে
জড়িয়ে
নিবো
বিশ্বাসে
তোমাকে
পাব
চিরদিন
জানি
যে
প্রতি
নিঃশ্বাসে
তুমি
ছাড়া
সাথী
নেই
আমার
জীবনের
এ
পথে
থেকে
যাবে
এভাবেই
এই
প্রেম
হৃদয়ের
পাতা
তে
তুমি
ছাড়া
ভাষা
নেই
আমার
এ
প্রেমের
কবিতায়
রেখে
দেবো
এভাবেই
তোমায়
সময়ের
ছবিটায়
কখনও
যদি
মন
ভাঙ্গে
জীবনে
ব্যাথার
রাত
থামে
হৃদয়
টা
কে
চাঁদ
করে
পাঠাব
তোমার
নামে
তুমি
ছাড়া
ভাষা
নেই
আমার
এ
প্রেমের
কবিতায়
রেখে
দেবো
এভাবেই
তোমায়
সময়ের
ছবিটায়
Attention! N'hésitez pas à laisser des commentaires.