Shreya Ghoshal & Jeet Gannguli - Oi Tor Mayabi Chokh (From "Besh Korechi Prem Korechi") paroles de chanson

paroles de chanson Oi Tor Mayabi Chokh (From "Besh Korechi Prem Korechi") - Shreya Ghoshal & Jeet Gannguli




হে হে লা লা লালা লা লা হুম হুমম
ওই তোর মায়াবী চোখ
লা লা লালা লা লা
আচল হয়ে যাব
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
মনে মনে চেয়ে আছে
আষাঢ়ের ঘোর
মনে মনে চেয়ে আছে
আষাঢ়ের ঘোর
নেমে আয় রাত হয়ে
ঘুমালে শহর
নেমে আয় রাত হয়ে
ঘুমালে শহর
আকাশ হয়ে যা তুই
সাগর হয়ে যাব
আজ ঢেউ হয়ে যা তুই
পাথর হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
সে যেন আগে ছিল যে এল হঠাৎ
সে যেন আগে ছিল যে এল হঠাৎ
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আচল হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
(শেষ)





Attention! N'hésitez pas à laisser des commentaires.