Shreya Ghoshal - Kheya Holo Mon paroles de chanson

paroles de chanson Kheya Holo Mon - Shreya Ghoshal



খেয়া হলো মন জানি না কখন, ছেড়ে যেতে কুল
ডাক দিয়ে যায় আগামী জীবন শুধু সারাক্ষণ
খেয়া হলো মন জানি না কখন, ছেড়ে যেতে কুল
ঢেউ আসে আর ঢেউ চলে যায়
এই তো বাঁচার মানে, কেউ বলে যায়
ঢেউ আসে আর ঢেউ চলে যায়
এই তো বাঁচার মানে, কেউ বলে যায়
ভেঙ্গে গেলে কুল, কোনো পিছুটান থাকে না তখন
খেয়া হলো মন জানি না কখন, ছেড়ে যেতে কুল
কিভাবে সাগর ডাকে নদীকে
কোনো কথা তার সে তো রাখে না লিখে
কিভাবে সাগর ডাকে নদীকে
কোনো কথা তার সে তো রাখে না লিখে
জানবে হৃদয়, মোহনার গান শুনবে যখন
খেয়া হলো মন জানি না কখন, ছেড়ে যেতে কুল
ডাক দিয়ে যায় আগামী জীবন শুধু সারাক্ষণ




Shreya Ghoshal - Aaj Shrabaner Batas Buke
Album Aaj Shrabaner Batas Buke
date de sortie
15-09-2008




Attention! N'hésitez pas à laisser des commentaires.