Soumya Rit - Tomar Awbhabe paroles de chanson

paroles de chanson Tomar Awbhabe - Soumya Rit




চোখ ভিজে ভিজে যায় কেন নিজে নিজে হায়?
কেটে যাচ্ছে সময় কিভাবে?
সব ভেঙ্গেচুরে প্রায় ভালোবাসা উড়ে যায়
তোমাকে দুঃখ দেওয়া রয়ে গেছে স্বভাবে
আর কিভাবে বদলে গেলাম আমি তোমার অভাবে?
আর কিভাবে সব শেষ হয়ে গেল তোমার অভাবে?
বলো কী আছে বলার তোমার জবাবে?
আর কিভাবে সব শেষ হয়ে গেল তোমার অভাবে?
তুমি চলে গেছ আমার থেকে দূরে
তাও গান গেয়ো আমার সুরে
পারলে চেয়ো আরও দূরে, আরও দূরে
প্রতিটা মুহূর্ত কাটানো তোর সাথে
প্রতিটা অজুহাতে হাত রাখা তোর হাতে
একসাথে চলা রাস্তায় যত স্মৃতি পড়ে আছে
এই সেদিনের কথা, তুমি ছিলে আমার কাছে
আর কিভাবে বদলে গেলাম আমি তোমার অভাবে?
আর কিভাবে সব শেষ হয়ে গেল তোমার অভাবে?
বলো কী আছে বলার তোমার জবাবে?
আর কিভাবে সব শেষ হয়ে গেল তোমার অভাবে?



Writer(s): Soumya Rit


Soumya Rit - Tomar Awbhabe
Album Tomar Awbhabe
date de sortie
07-10-2020



Attention! N'hésitez pas à laisser des commentaires.