Srikanto Acharya - O Jonaki paroles de chanson

paroles de chanson O Jonaki - Srikanto Acharya



জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ
জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র,
তোমার তাই ব'লে কি কম আনন্দ
তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র,
তোমার তাই ব'লে কি কম আনন্দ
তুমি আপন জীবন পূর্ণ ক'রে আপন আলো জ্বেলেছ
জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
তোমার যা আছে তা তোমার আছে
তুমি নও গো ঋণী কারো কাছে
তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ
তোমার যা আছে তা তোমার আছে
তুমি নও গো ঋণী কারো কাছে
তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ
তুমি ছোটো হয়ে নও গো ছোটো
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ
তুমি ছোটো হয়ে নও গো ছোটো
জগতে যেথায় যত আলো সবায় আপন ক'রে ফেলেছ
জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ



Writer(s): Rabindranath Tagore


Srikanto Acharya - Prem Esechhilo
Album Prem Esechhilo
date de sortie
07-08-2015




Attention! N'hésitez pas à laisser des commentaires.