Susmita Goswami - Amar Kalo Meyer Payer Talay paroles de chanson
Susmita Goswami Amar Kalo Meyer Payer Talay

Amar Kalo Meyer Payer Talay

Susmita Goswami


paroles de chanson Amar Kalo Meyer Payer Talay - Susmita Goswami




আমার কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
মায়ের রুপ দেখে দেয় বুক পেতে শিব
রূপ দেখে দেয় বুক পেতে শিব
যার হাতে মরণ বাঁচন
দেখে যা আলোর নাচন
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
আমার কালো মেয়ের আঁধার কোলে
শিশু রবি শশী দোলে
কালো মেয়ের আঁধার কোলে
শিশু রবি শশী দোলে
মায়ের একটুখানি রুপের ঝলক
একটুখানি রুপের ঝলক
স্নিগ্ধ বিরাট নীল গগন
দেখে যা আলোর নাচন
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
পাগলি মেয়ে এলোকেশী
নিশীথিনীর দুলিয়ে কেশ
নেচে বেড়ায় দিনের চিতায়
লীলার যে তার নাইকো শেষ
পাগলী মেয়ের এলোকেশী
নিশীথিনীর দুলিয়ে কেশ
নেচে বেড়ায় দিনের চিতায়
লীলার যে তার নাইকো শেষ
সিন্ধুতে ওই বিন্দুখানিক
ঠিকরে পড়ে রুপের মানিক
সিন্ধুতে ওই বিন্দুখানিক
ঠিকরে পড়ে রূপের মানিক
বিশ্বে মায়ের রূপ ধরে না
বিশ্বে মায়ের রূপ ধরে না
মা আমার তাই দিগবসন
দেখে যা আলোর নাচন
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব
রূপ দেখে দেয় বুক পেতে শিব
যার হাতে মরণ বাঁচন
দেখে যা আলোর নাচন
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন




Attention! N'hésitez pas à laisser des commentaires.