Tahsan - Bristy Ele paroles de chanson

paroles de chanson Bristy Ele - Tahsan



বৃষ্টি এলে, ভাবি তোমাকে,
আজ এই বৃষ্টিতে খুব কাছে
যেন কল্পনা, প্রেমের আলপনা,
আজ তুমি খুব কাছে
চাইলে কি দেবে অধরে সেই অধর
পবিত্র এই প্রেম, আমার উপহার...
অন্তহীন স্পর্শের অলংকার
স্পর্শ করো, জড়িয়ে ধরো,
তোমার প্রেমের চাঁদরে
মোমের আলো, প্রথম আলো
আজ তুমি খুব কাছে
চাইলে কি দেবে অধরে সেই অধর
পবিত্র এই প্রেম, আমার উপহার...
অন্তহীন স্পর্শের অলংকার
চাইলে কি দেবে অধরে সেই অধর
পবিত্র এই প্রেম, আমার উপহার...
অন্তহীন স্পর্শের অলংকার



Writer(s): sajid sarker



Attention! N'hésitez pas à laisser des commentaires.