paroles de chanson Priyo Oshukh - Tahsan
আনমনে
রাতের
নিযুত
তারায়
অদেখা
এক
মুখ
এঁকে
যায়
আনমনে
রাতের
নিযুত
তারায়
অদেখা
এক
মুখ
এঁকে
যায়
একা
আছি
তবু
নিঃসঙ্গ
নই
চোখ
বুজে
তার
সাথে
কথা
হয়
কত
কাল
ধরে
যেন
পরিচয়
ভাবতেই
ভালোবাসি
এই
তো
বেশ
আছি
না
দেখেও
কাছাকাছি
এভাবেই
জীবন
চলুক
সে
আমার
প্রিয়
অসুখ
হলে
হবো
একঘরে
তার
সাথে
অন্তরে
অন্তর
কথা
বলুক
সে
আমার
প্রিয়
অসুখ
হয়তো
এই
শহরে
কতদিন
আর
কত
বার
বুঝতে
পারি
নি
পাশ
কেটে
গেছি
তাই
পুড়েছি
একই
রোদে
ঘোর
বরষায়
ভিজেছি
আলাদা
হয়ে
চেনা
রাস্তায়
পুড়েছি
একই
রোদে
ঘোর
বরষায়
ভিজেছি
আলাদা
হয়ে
চেনা
রাস্তায়
কবে
হবে
তার
সাথে
জানাশোনা
মনে
চলে
সুখ
- সুখ
দোটানা
আশেপাশেই
বুঝি
তার
আনাগোনা
ভাবতেই
ভালোবাসি
এইতো
বেশ
আছি
না
দেখেও
কাছাকাছি
এভাবেই
জীবন
চলুক
সে
আমার
প্রিয়
অসুখ
হলে
হবো
একঘরে
তার
সাথে
অন্তরে
অন্তর
কথা
বলুক
সে
আমার
প্রিয়
অসুখ
আনমনে
রাতের
নিযুত
তারায়
অদেখা
এক
মুখ
এঁকে
যায়
আনমনে
রাতের
নিযুত
তারায়
অদেখা
এক
মুখ
এঁকে
যায়
একা
আছি
তবু
নিঃসঙ্গ
নই
চোখ
বুজে
তার
সাথে
কথা
হয়
কত
কাল
ধরে
যেন
পরিচয়
ভাবতেই
ভালোবাসি
এই
তো
বেশ
আছি
না
দেখেও
কাছাকাছি
এভাবেই
জীবন
চলুক
সে
আমার
প্রিয়
অসুখ
নাগরিক
ক্লান্তিতে
সাদা
মাটা
শান্তিতে
তার
কাছে
মন
পড়ে
থাকুক
সে
আমার
প্রিয়
অসুখ
এই
তো
বেশ
আছি
না
দেখেও
কাছাকাছি
এভাবেই
জীবন
চলুক
সে
আমার
প্রিয়
অসুখ
হলে
হবো
একঘরে
তার
সাথে
অন্তরে
অন্তর
কথা
বলুক
সে
আমার
প্রিয়
অসুখ

Attention! N'hésitez pas à laisser des commentaires.