Tahsan - Tomar Amar Songsar - traduction des paroles en anglais

Paroles et traduction Tahsan - Tomar Amar Songsar




Tomar Amar Songsar
Tomar Amar Songsar
ছোট্ট ঘর, রঙিন বিছানা,
Our small home, with a colorful bed,
দুটো বালিশ পাশাপাশি
Two pillows side by side
আর আমরা দু'জন
For you and I.
মিষ্টি আলো, শীতল বাতাস,
Sweet light, cool breeze,
বারান্দার টাঙানো কাপড়,
Clothes hanging on the balcony,
রোদ পোহায় যখন
As the sun rises.
ঠিক তখনি সকালের রোদ,
Just then, the morning sun,
জানলায় উঁকি দিয়ে জানিয়ে দেয়,
Through the window, reminding me,
এই তোমার আমার সংসার,
This is your and my home,
এই তোমার আমার সংসার।
This is your and my home.
ঠিক তখনি সকালের রোদ,
Just then, the morning sun,
জানলায় উঁকি দিয়ে জানিয়ে দেয়,
Through the window, reminding me,
এই তোমার আমার সংসার,
This is your and my home,
এই তোমার আমার সংসার।
This is your and my home.
ব্যস্ত শহর, নিয়ন আলো,
Busy city, neon lights,
কত মায়ায় কাছাকাছি
So close in our dreams
আছি আমরা ... দু'জন
You and I ...
দুরন্ত জীবন বর্ণ থেকে,
Fast-paced life from colors,
শব্দ হয়ে বাক্য গুলো,
To words, to sentences,
গল্প হয় যখন
To stories when it's time.
ঠিক তখনি দূরের তাঁরা
Just then, the stars from afar
নেমে এসে এই ঘরে জানিয়ে দেয়,
Descend into this room, reminding me,
এই তোমার আমার সংসার,
This is your and my home,
এই তোমার আমার সংসার।
This is your and my home.
ঠিক তখনি দূরের তাঁরা
Just then, the stars from afar
নেমে এসে এই ঘরে জানিয়ে দেয়,
Descend into this room, reminding me,
এই তোমার আমার সংসার,
This is your and my home,
এই তোমার আমার সংসার।
This is your and my home.
মান অভিমান বিষাদ ক্লান্তি,
Pride, humility, sadness, fatigue,
বুঝে যাও তুমি চোখের পাতায়,
You see it all in our eyes,
রেখে মন
Keeping this heart.
যোগ বিয়োগের গুন ভাগে,
From addition to subtraction, division,
হিসেবে নিকেশে টিকে থাকে,
In calculations and statements, it persists,
ভালোবাসা যখন
When love is around.
ঠিক তখনি শত অনুভূতি,
Just then, a hundred feelings,
সুখের মিছিল হয়ে জানিয়ে দেয়,
In a parade of joy, reminding me,
এই তোমার আমার সংসার,
This is your and my home,
এই তোমার আমার সংসার।
This is your and my home.
ঠিক তখনি শত অনুভূতি,
Just then, a hundred feelings,
সুখের মিছিল হয়ে জানিয়ে দেয়,
In a parade of joy, reminding me,
এই তোমার আমার সংসার,
This is your and my home,
এই তোমার আমার সংসার।
This is your and my home.





Writer(s): sajid sarker, mijanur rahman aryan


Attention! N'hésitez pas à laisser des commentaires.