paroles de chanson Tomar Amar Songsar - Tahsan
ছোট্ট
ঘর,
রঙিন
বিছানা,
দুটো
বালিশ
পাশাপাশি
আর
আমরা
দু'জন
।
মিষ্টি
আলো,
শীতল
বাতাস,
বারান্দার
টাঙানো
কাপড়,
রোদ
পোহায়
যখন
।
ঠিক
তখনি
সকালের
রোদ,
জানলায়
উঁকি
দিয়ে
জানিয়ে
দেয়,
এই
তোমার
আমার
সংসার,
এই
তোমার
আমার
সংসার।
ঠিক
তখনি
সকালের
রোদ,
জানলায়
উঁকি
দিয়ে
জানিয়ে
দেয়,
এই
তোমার
আমার
সংসার,
এই
তোমার
আমার
সংসার।
ব্যস্ত
শহর,
নিয়ন
আলো,
কত
মায়ায়
কাছাকাছি
আছি
আমরা
...
দু'জন
।
দুরন্ত
জীবন
বর্ণ
থেকে,
শব্দ
হয়ে
বাক্য
গুলো,
গল্প
হয়
যখন
।
ঠিক
তখনি
দূরের
তাঁরা
নেমে
এসে
এই
ঘরে
জানিয়ে
দেয়,
এই
তোমার
আমার
সংসার,
এই
তোমার
আমার
সংসার।
ঠিক
তখনি
দূরের
তাঁরা
নেমে
এসে
এই
ঘরে
জানিয়ে
দেয়,
এই
তোমার
আমার
সংসার,
এই
তোমার
আমার
সংসার।
মান
অভিমান
বিষাদ
ক্লান্তি,
বুঝে
যাও
তুমি
চোখের
পাতায়,
রেখে
এ
মন
।
যোগ
বিয়োগের
গুন
ভাগে,
হিসেবে
নিকেশে
টিকে
থাকে,
ভালোবাসা
যখন
।
ঠিক
তখনি
শত
অনুভূতি,
সুখের
মিছিল
হয়ে
জানিয়ে
দেয়,
এই
তোমার
আমার
সংসার,
এই
তোমার
আমার
সংসার।
ঠিক
তখনি
শত
অনুভূতি,
সুখের
মিছিল
হয়ে
জানিয়ে
দেয়,
এই
তোমার
আমার
সংসার,
এই
তোমার
আমার
সংসার।
Attention! N'hésitez pas à laisser des commentaires.