Tahsan - Tomar Amar Songsar - traduction des paroles en russe

Paroles et traduction Tahsan - Tomar Amar Songsar




ছোট্ট ঘর, রঙিন বিছানা,
ছোট্ট ঘর, রঙিন বিছানা,
দুটো বালিশ পাশাপাশি
দুটো বালিশ পাশাপাশি
আর আমরা দু'জন
আর আমরা দু'জন
মিষ্টি আলো, শীতল বাতাস,
মিষ্টি আলো, শীতল বাতাস,
বারান্দার টাঙানো কাপড়,
বারান্দার টাঙানো কাপড়,
রোদ পোহায় যখন
রোদ পোহায় যখন
ঠিক তখনি সকালের রোদ,
ঠিক তখনি সকালের রোদ,
জানলায় উঁকি দিয়ে জানিয়ে দেয়,
জানলায় উঁকি দিয়ে জানিয়ে দেয়,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার।
এই তোমার আমার সংসার।
ঠিক তখনি সকালের রোদ,
ঠিক তখনি সকালের রোদ,
জানলায় উঁকি দিয়ে জানিয়ে দেয়,
জানলায় উঁকি দিয়ে জানিয়ে দেয়,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার।
এই তোমার আমার সংসার।
ব্যস্ত শহর, নিয়ন আলো,
ব্যস্ত শহর, নিয়ন আলো,
কত মায়ায় কাছাকাছি
কত মায়ায় কাছাকাছি
আছি আমরা ... দু'জন
আছি আমরা ... দু'জন
দুরন্ত জীবন বর্ণ থেকে,
দুরন্ত জীবন বর্ণ থেকে,
শব্দ হয়ে বাক্য গুলো,
শব্দ হয়ে বাক্য গুলো,
গল্প হয় যখন
গল্প হয় যখন
ঠিক তখনি দূরের তাঁরা
ঠিক তখনি দূরের তাঁরা
নেমে এসে এই ঘরে জানিয়ে দেয়,
নেমে এসে এই ঘরে জানিয়ে দেয়,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার।
এই তোমার আমার সংসার।
ঠিক তখনি দূরের তাঁরা
ঠিক তখনি দূরের তাঁরা
নেমে এসে এই ঘরে জানিয়ে দেয়,
নেমে এসে এই ঘরে জানিয়ে দেয়,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার।
এই তোমার আমার সংসার।
মান অভিমান বিষাদ ক্লান্তি,
মান অভিমান বিষাদ ক্লান্তি,
বুঝে যাও তুমি চোখের পাতায়,
বুঝে যাও তুমি চোখের পাতায়,
রেখে মন
রেখে মন
যোগ বিয়োগের গুন ভাগে,
যোগ বিয়োগের গুন ভাগে,
হিসেবে নিকেশে টিকে থাকে,
হিসেবে নিকেশে টিকে থাকে,
ভালোবাসা যখন
ভালোবাসা যখন
ঠিক তখনি শত অনুভূতি,
ঠিক তখনি শত অনুভূতি,
সুখের মিছিল হয়ে জানিয়ে দেয়,
সুখের মিছিল হয়ে জানিয়ে দেয়,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার।
এই তোমার আমার সংসার।
ঠিক তখনি শত অনুভূতি,
ঠিক তখনি শত অনুভূতি,
সুখের মিছিল হয়ে জানিয়ে দেয়,
সুখের মিছিল হয়ে জানিয়ে দেয়,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার,
এই তোমার আমার সংসার।
এই তোমার আমার সংসার।





Writer(s): sajid sarker, mijanur rahman aryan


Attention! N'hésitez pas à laisser des commentaires.