Tahsan - Tomar Chokhe paroles de chanson

paroles de chanson Tomar Chokhe - Tahsan



ও••••••••••ওহো ও••••••••••ওহো
ও••••••••••ওহো ও••••••••••ওহো
ওহো ••••••••ওহো
তোমার চোখে শহর দেখে
আমার এই মন বোঝে
তোমার মনের পৃথিবীটা
কখন যে কি খোঁজে
আমি মানে তো তুমি, তুমি মানে তো আমি
সম্পর্কটা খুব দামী
এটাই বুঝি ভালোবাসার অন্যরকম নিয়ম
এভাবে নিয়ম করে তোমায়
বাসবো ভালো এক জনম
তুমি আমি সবসময়ই একই স্বপ্ন দেখি
তোমার আমার ইচ্ছে গুলো ঘুরে ফিরে একই
তুমি আমি সবসময়ই একই স্বপ্ন দেখি
তোমার আমার ইচ্ছে গুলো ঘুরে ফিরে একই
আমি মানে তো তুমি, তুমি মানে তো আমি
সম্পর্কটা খুব দামী
এটাই বুঝি ভালোবাসার অন্যরকম নিয়ম
এভাবে নিয়ম করে তোমায়
বাসবো ভালো এক জনম
ওহো •••••••••••ও•••••••••••••ওহো
ওহো •••••••••••ও•••••••••••••ওহো
তোমার ভালো থাকাই আমার বেঁচে থাকার প্রেরণা
তোমার চোখের জলে নামে মনের শোকের জোছনা
তোমার ভালো থাকাই আমার বেঁচে থাকার প্রেরণা
তোমার চোখের জলে নামে মনের শোকের জোছনা
তুমি মানে তো আমি, আমি মানে তো তুমি
সম্পর্কটা খুব দামী
এটাই বুঝি ভালোবাসার অন্যরকম নিয়ম
এভাবে নিয়ম করে তোমায়
বাসবো ভালো এক জনম
এটাই বুঝি ভালোবাসার অন্যরকম নিয়ম
এভাবে নিয়ম করে তোমায়
বাসবো ভালো এক জনম
ওহো •••••••••••ও•••••••••••••ওহো
ওহো •••••••••••ও•••••••••••••ওহো
ও••••••••• ও•••••••••
ও••••••••• ও•••••••••




Tahsan - Tomar Chokhe
Album Tomar Chokhe
date de sortie
15-01-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.