Warfaze - Shesh Prahar paroles de chanson

paroles de chanson Shesh Prahar - Warfaze



দুই প্রহরে, রাত্রিতে এগিয়ে
চলছি একা, ঘোর অরণ্যে
ঢেকে যাচ্ছে, সবুজ ঘেরা পথগুলো
বিভ্রান্ত সময়ের সাথে...
নিখোঁজ এই সাহস, মানতে আর পারছে না
ছায়ার আড়াঁল ছুঁয়ে পাই
নির্বোধ এক জীবন, অস্থিরতার ছোঁয়াতে
ঘিরে ধরে আমায়, মৃত্যুর বেঁশে...
শেষ কি হবে প্রবল বর্ষণের এই রাত?
শেষ কি হবে এই স্বরণী?
ঝরে যাচ্ছে প্রতিটি মুহূর্ত
জড়িয়ে রাখবে স্মৃতির ছায়ায়...




Warfaze - Moharaj
Album Moharaj
date de sortie
08-01-2011




Attention! N'hésitez pas à laisser des commentaires.