Debolina Nandy - Mago Tomar Moton Apon текст песни

Текст песни Mago Tomar Moton Apon - Debolina Nandy



মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে
মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে
স্বর্গ মর্ত্য সবই তোমার ওই চরণেতে
মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে
তোমার স্নেহ ভালোবাসায়
ধন্য হলো জীবন আমার
তোমার স্নেহ ভালোবাসায়
ধন্য হলো জীবন আমার
তোমার ছোঁয়ায় মরুর বুকে
তোমার ছোঁয়ায় মরুর বুকে
ঝর্ণাধারা ঝরায়
ঝর্ণাধারা ঝরায়
মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে
মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে
কোথায় ছিলাম কোথায় এলাম
তোমার স্নেহের পরশ পেলাম
কোথায় ছিলাম কোথায় এলাম
তোমার স্নেহের পরশ পেলাম
মাগো, এখন তোমায় ছাড়া
মাগো, এখন তোমায় ছাড়া
নেই তো কিছুই আমার
নেই তো কিছুই আমার
মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে
মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে
স্বর্গ মর্ত্য সবই তোমার ওই চরণেতে
মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে
মাগো, তোমার মতন আপন কে আর আছে পৃথিবীতে



Авторы: Dibakar Nath



Внимание! Не стесняйтесь оставлять отзывы.