Tahsan - Brishtite текст песни

Текст песни Brishtite - Tahsan



বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমি হেঁটে
পাড় বাঁধানো নদীর তীরে
পারুলের ছায়া ছুঁয়ে বৃষ্টির জল নামে টুপটাপ করে
তোমার উন্মুক্ত কাঁধে মাথা...
গোলাপী জামদানী ভিজে একাকার
সবকিছু মুছে গেলেও মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন
তোমার মোমের মত শরীর ছুঁয়ে
শুভ্র কামিনী ফুল ফুটে থাকে
বন্ধুত্বের হৃদয় নিয়ে ভেজা বটের শাখাগুলো
সবুজ ঘাসের পাশে আসে নুয়ে
সবকিছু মুছে গেলেও মুহূর্তটা রঙিন
দেহের বাইরে প্রেম আমার সত্য আত্মা কঠিন





Внимание! Не стесняйтесь оставлять отзывы.