Abhijeet - Ashar Srabon текст песни

Текст песни Ashar Srabon - Abhijeet




আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
আলোর তরীটিতে দিন চলে যায়
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আলোর তরীটিতে দিন চলে যায়
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আমার মন কেন শুধু আকুলায়
বরষণ যেন কোথা হয়েছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
দিওনা কখনো কিছু দিওনা আমায়
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়
দিওনা কখনো কিছু দিওনা আমায়
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়
আজ মন মোহনায় মিশেছে
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে



Авторы: MUKUL DUTTA, HEMANTA MUKHERJEE



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}