Текст песни Alo Alo - Amar
আলো
আমার,
আলো
ওগো,
আলো
ভুবন-ভরা
।
আলো
নয়ন-ধোওয়া
আমার,
আলো
হৃদয়-হরা
॥
নাচে
আলো
নাচে,
ও
ভাই,
আমার
প্রাণের
কাছে—
বাজে
আলো
বাজে,
ও
ভাই,
হৃদয়বীণার
মাঝে—
জাগে
আকাশ,
ছোটে
বাতাস,
হাসে
সকল
ধরা
॥
আলোর
স্রোতে
পাল
তুলেছে
হাজার
প্রজাপতি
।
আলোর
ঢেউয়ে
উঠল
নেচে
মল্লিকা
মালতী
।
মেঘে
মেঘে
সোনা,
ও
ভাই,
যায়
না
মানিক
গোনা—
পাতায়
পাতায়
হাসি,
ও
ভাই,
পুলক
রাশি
রাশি—
সুরনদীর
কূল
ডুবেছে
সুধা-নিঝর-ঝরা
॥

1 I.N.A
2 Ciao Ciao
3 Vatos Locos
4 50/50
5 Sayajins
6 Blind
7 Leben
8 Sorry
9 Alo Alo (Instrumental)
10 Ciao Ciao (Instrumental)
11 Intro (Instrumental)
12 Esdr (Instrumental)
13 N.M.N (Instrumental)
14 I.N.A (Instrumental)
15 Monkey D Ruffy (Instrumental)
16 Sayajins (Instrumental)
17 50/50 (Instrumental)
18 Schlitzohr (Instrumental)
19 Vatos Locos (Instrumental)
20 Blind (Instrumental)
21 Leben (Instrumental)
22 Freestyle (Instrumental)
23 Sorry (Instrumental)
24 Aus meiner Brust (Instrumental)
25 Alo Alo
26 Intro
Внимание! Не стесняйтесь оставлять отзывы.