Текст песни Maa - Anindya Chatterjee & Arijit Singh
তুমি
নরম
ফুলের
গান
তুমি
গরম
ভাতের
ভাপ
তুমি
অভিমানের
চুপ
তুমি
কান্না
জমা
মুখ
তুমি
নরম
ফুলের
গান
তুমি
গরম
ভাতের
ভাপ
তুমি
অভিমানের
চুপ
তুমি
কান্না
জমা
মুখ
আমি
তোমার
ছায়ায়
ছায়ায়
থাকি
মা
আমি
তোমার
চোখের
তারায়
বাঁচি
মা
আমি
তোমার
মায়ায়
মায়ায়
থাকি
মা
আমি
তোমায়
হাওয়ায়
আবার
ডাকি
মা
আমি
তোমায়
ভালোবাসায়
মুড়ে
রাখি
মা
নিই
কোনো
মাটির
ঘরের
কোণ
গোধুলির
শাঁখের
আওয়াজ
কাজল
লতার
আলো
টিপ
চাদর
বিছিয়ে
দেওয়া
ভোর
আমি
ভালোবাসায়
তোমায়
মুড়ে
রাখি
মা
আমি
তোমার
ছায়ায়
ছায়ায়
থাকি
মা
আমি
তোমার
চোখের
তারায়
বাঁচি
মা
আমি
তোমার
মায়ায়
মায়ায়
থাকি
মা
আমি
তোমায়
হাওয়ায়
আবার
ডাকি
মা
তুমি
মনের
ভেতর
মন
তুমি
পাখির
চোখের
ঘর
তুমি
জ্বরের
ঘরের
উম
তুমি
ভোরের
ঘুমের
হাত
তুমি
মনের
ভেতর
মন
তুমি
পাখির
চোখের
ঘর
তুমি
জ্বরের
ঘরের
উম
তুমি
ভোরের
ঘুমের
হাত
আমি
তোমার
ছায়ায়
ছায়ায়
থাকি
মা
আমি
তোমার
চোখের
তারায়
বাঁচি
মা
আমি
তোমার
মায়ায়
মায়ায়
থাকি
মা
আমি
তোমায়
হাওয়ায়
আবার
ডাকি
মা
আমি
তোমায়
ভালোবাসায়
মুড়ে
রাখি
মা
Внимание! Не стесняйтесь оставлять отзывы.