Текст песни Ei Shono - Anupam Roy
এই
শোনো
তুমি
শুনতে
পাচ্ছো
কি?
রাতের
তারাগুলো
গুনতে
পারছ
কি?
এই
তোমার
আমার
এক
মলাটের
রাত
আর
শিশির
ভেজা
ছুঁয়ে
দিলে
হাত
যে
পথে
হেঁটে
যাও
কখনো
থেমে
যাও
আসলে
ভুলে
যাও
কি
পেতে
চাও
তুমিও
আমাকে
যে
কোনো
পোশাকে
ভালোবেসে
ফেলেও
মুখ
লুকাও
যদি
রেখে
দিতে
পারো
থেকে
যেতে
পারি
ফিরে
যেতে
দিও
না
যদি
রেখে
দিতে
পারো
থেকে
যেতে
পারি
ফিরে
যেতে
দিও
না
যত
কাছা
কাছি
কাছে
থাকা
যায়
যদি
একটা
দুটো
ইচ্ছে
রাখা
যায়
তুমি
ঘাসের
ওপর
যেই
ফেলেছ
পা
আমার
অন্য
কিছু
ভালো
লাগছে
না
যে
পথে
হেঁটে
যাও
কখনো
থেমে
যাও
আসলে
ভুলে
যাও
কি
পেতে
চাও
তুমিও
আমাকে
যে
কোনো
পোশাকে
ভালোবেসে
ফেলেও
মুখ
লুকাও
যদি
রেখে
দিতে
পারো
থেকে
যেতে
পারি
ফিরে
যেতে
দিও
না
যদি
রেখে
দিতে
পারো
থেকে
যেতে
পারি
ফিরে
যেতে
দিও
না
যে
পথে
হেঁটে
যাও
কখনো
থেমে
যাও
আসলে
ভুলে
যাও
কি
পেতে
চাও
তুমিও
আমাকে
যে
কোনো
পোশাকে
ভালোবেসে
ফেলেও
মুখ
লুকাও
যদি
রেখে
দিতে
পারো
থেকে
যেতে
পারি
ফিরে
যেতে
দিও
না
যদি
রেখে
দিতে
পারো
থেকে
যেতে
পারি
ফিরে
যেতে
দিও
না

Внимание! Не стесняйтесь оставлять отзывы.