Текст песни Janina - Arfin Rumey
জানিনা
আজ
কেমন
করে
কোথায়
আমি
খুঁজবো
তারে
বল
সখি
বল
আমারে
কবে
আমি
পাব
তারে
জানিনা
আজ
কেমন
করে
কোথায়
আমি
খুঁজবো
তারে
বল
সখি
বল
আমারে
কবে
আমি
পাব
তারে
ঘুম
জাগরনে
দেখি
বারে
বারে
স্বপ্নে
হৃদয়
তারে
খুঁজে
বেড়াই
হারায়
তারি
মাঝে
ঘুম
জাগরনে
দেখি
বারে
বারে
স্বপ্নে
হৃদয়
তারে
খুঁজে
বেড়াই
হারায়
তারি
মাঝে
গানের
মত
বলে
যাওয়া
পথের
মত
চলে
যাওয়া
গানের
মত
বলে
যাওয়া
পথের
মত
চলে
যাওয়া
একটুখানি
প্রেমের
হাওয়া
লাগল
যে
মনে
একটুখানি
প্রেমের
ছোয়া
লাগলো
প্রাণে
ঘুম
জাগরনে
দেখি
বারে
বারে
স্বপ্নে
হৃদয়
তারে
খুঁজে
বেড়ায়
হারাই
তারই
মাঝে
ঘুম
জাগরনে
দেখি
বারে
বারে
স্বপ্নে
হৃদয়
তারে
খুঁজে
বেড়ায়
হারাই
তারই
মাঝে
উদাস
চোখে
চেয়ে
থেকে
তারি
কথা
মনে
রেখে
উদাস
চোখে
চেয়ে
থেকে
তারি
কথা
মনে
রেখে
ডুবে
আছি
যে
বাঁধনে
খুলবো
কেমনে
এ
জীবনে
বল
তারে
ভুলবো
কেমনে
ঘুম
জাগরনে
দেখি
বারে
বারে
স্বপ্নে
হৃদয়
তারে
খুঁজে
বেড়ায়
হারাই
তারই
মাঝে
ঘুম
জাগরনে
দেখি
বারে
বারে
স্বপ্নে
হৃদয়
তারে
খুঁজে
বেড়ায়
হারাই
তারই
মাঝে
ঘুম
জাগরনে
দেখি
বারে
বারে
স্বপ্নে
হৃদয়
তারে
খুঁজে
বেড়ায়
হারাই
তারই
মাঝে
ঘুম
জাগরনে
দেখি
বারে
বারে
স্বপ্নে
হৃদয়
তারে
খুঁজে
বেড়ায়
হারাই
তারই
মাঝে
1 Mon Churi
2 Eshona
3 Sundori Toma
4 Janina
5 Ek Polok
6 Hridoy Jurey
7 Valobashi Jani
8 Janle Na
9 Jodi Boli
Внимание! Не стесняйтесь оставлять отзывы.