Arijit Singh - Chander Pahar текст песни

Текст песни Chander Pahar - Arijit Singh



দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন ছুটেছে
দিক দিগন্ত ডাক পাঠাল, ইচ্ছে ছুটেছে
আকাশ হঠাৎ খুলে গেছে সূর্যের সীমানা
অনেক দূরে পাহাড় চূড়ো নতুন ঠিকানা
পায়ের নিচে অন্য মহাদেশ
কে জানে তার কোথায় আছে শেষ
পায়ের নিচে অন্য মহাদেশ
কে জানে তার কোথায় আছে শেষ
আহা আহা
আহা ওওও
চাঁদের পাহাড়, ওহ
চাঁদের পাহাড়, ওহ
ঈশান কোণের নিশানে তার লেখা আছে নাম
ঝড়ো হাওয়া বলছে তোমার স্বপ্নকে সেলাম
দুঃসাহসী বন্ধু এখন মুঠোতে সময়
পায়ে পায়ে বিপদ তবু পায়নি ছেলে ভয়
এগোলে তবে জমবে অভিযান
এগোতে হবে সামনে পিছুটান
এগোলে তবে জমবে অভিযান
এগোতে হবে সামনে পিছুটান
আহা আহা
আহা ওওও
চাঁদের পাহাড়, ওহ
চাঁদের পাহাড়, ওহ
থমকে আছে সিংহ থাবা, জ্বলছে চিতার চোখ
চাপল কাঁধে রাইফেল ছেলের, মাথায় চাপে রোশ
শিরায় শিরায় দমকা আগুন, তাকে কী দিবি
চোখের সামনে একটু করে যাচ্ছে পৃথিবী
পায়ের নিচে অন্য মহাদেশ
কে জানে তার কোথায় আছে শেষ
পায়ের নিচে অন্য মহাদেশ
কে জানে তার কোথায় আছে শেষ
আহা আহা
আহা ওওও
চাঁদের পাহাড়, ওহ
চাঁদের পাহাড়, ওহ
চাঁদের পাহাড়, ওহ
চাঁদের পাহাড়, ওহ




Arijit Singh - Chander Pahar Theme - Single
Альбом Chander Pahar Theme - Single
дата релиза
20-11-2019




Внимание! Не стесняйтесь оставлять отзывы.