Arijit Singh - Ki Kore Toke Bolbo (From "Rangbaaz") текст песни

Текст песни Ki Kore Toke Bolbo (From "Rangbaaz") - Arijit Singh



কি করে তোকে বলবো?
তুই কে আমার?
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো?
তুই কে আমার?
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো?
তুই কে আমার?
মনেরই একূল-ওকূল
দিয়েছে প্রেমের মাশুল
চাউনিরা দিশেহারা
তোর কাছে চায় ইশারা
আজ বারে বার
কি করে তোকে বলবো?
তুই কে আমার?
আয় না সাথে চলব
সব পারাপার
ভিড়েতে দাঁড়াই একা
তোর যদি না পাই দেখা
হারানো পথের মতো
খুঁজে মরি তোকে কত
হাজারো বার
কি করে তোকে বলবো?
তুই কে আমার?
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো?
তুই কে আমার?



Авторы: jeet gannguli, prasen


Arijit Singh - Best of Dev
Альбом Best of Dev
дата релиза
21-12-2017




Внимание! Не стесняйтесь оставлять отзывы.