Текст песни Parbona - Arijit Singh , Prashmita Paul , Arindom
ভাল্লাগে
হাঁটতে
তোর
হাত
ধরে
ভাবনা
তোর
আসছে
দিন
রাত
ধরে
ভাল্লাগে
হাঁটতে
তোর
হাত
ধরে
ভাবনা
তোর
আসছে
দিন
রাত
ধরে
এলোমেলো
মনটাকে
কি
করে
কে
আর
রাখে
কেন
আমি
এত
করে
তোকে
চাই
পারবো
না
আমি
ছাড়তে
তোকে
পারবো
না
আমি
ভুলতে
তোকে
পারবো
না
ছেড়ে
বাঁচতে
তোকে
হয়ে
যা
না
রাজি
একবার
ভাল্লাগে
চাইলে
তুই
আড়চোখে
চাইছি
তোর
ওই
দু'চোখ
আর
তোকে
ভাল্লাগে
চাইলে
তুই
আড়চোখে
চাইছি
তোর
ওই
দু'চোখ
আর
তোকে
এলোমেলো
দিস
করে
সারাটা
দুপুর
ধরে
বসে
বসে
বুনে
চলি
কল্পনাই
পারবো
না
আমি
ছাড়তে
তোকে
পারবো
না
আমি
ভুলতে
তোকে
পারবো
না
ছেড়ে
বাঁচতে
তোকে
হয়ে
যা
না
রাজি
একবার
দেখা
দিয়ে
তুই
যদি
চলে
যাস
কি
কারণে
বল
এত
কিছু
চাস
আমিও
কি
চেয়ে
বসি
তোর
কাছে
সাদাসিধে
মনে
করে
কি
এখন
কি
কারণে
বল
এত
উচাটন
আমিও
কি
পেয়ে
বসি
তোর
কাছে
কথা
ছিলো
কথা
রাখার
আমায়
ডাকার
পারবো
না
আমি
ছাড়তে
তোকে
পারবো
না
আমি
ভুলতে
তোকে
পারবো
না
ছেড়ে
বাঁচতে
তোকে
হয়ে
যা
না
রাজি
একবার
ভাল্লাগে
হাঁটতে
তোর
হাত
ধরে
ভাবনা
তোর
আসছে
দিন
রাত
ধরে
এলোমেলো
মনটাকে
কি
করে
কে
আর
রাখে
কেন
আমি
এত
করে
তোকে
চাই
পারবো
না
আমি
ছাড়তে
তোকে
পারবো
না
আমি
ভুলতে
তোকে
পারবো
না
ছেড়ে
বাঁচতে
তোকে
হয়ে
যা
না
রাজি
একবার
1 Borbaad Hoyechi Ami
2 Aashona
3 Aashona
4 Rajarani
5 Raja Rani
6 Parbona
7 Parbona
8 Parbona (Unplugged)
9 Parbona Revisited
10 Borbaad
11 Rajarani Revisited
Внимание! Не стесняйтесь оставлять отзывы.