Arijit Singh - Shudhu Tomari Jonyo Theme текст песни

Текст песни Shudhu Tomari Jonyo Theme - Arindom Chatterjee & Indraadip Dasgupta




হতে পারি রোদ্দুর
হতে পারি বৃষ্টি
হতে পারি রাস্তা
তোমারই জন্যে
হতে পারি বদনাম
হতে পারি ডাকনাম
হতে পারি সত্যি
তোমারই জন্যে
হতে পারি গল্প
তুমি কাছে টানলে
হতে পারি জানলা
এই হাওয়াও তোমার কারণে
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
কথা দিল রোদ্দুর
কথা দিল বৃষ্টি
কথা দিল রাস্তা
তোমারই জন্যে
খেলাধুলো সংসার
আশা যাওয়া বার বার
রাজী হলো ইচ্ছে
তোমারই জন্যে
হতে পারি গল্প
তুমি কাছে টানলে
হতে পারি জানলা
এই হাওয়াও তোমার কারণে
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে



Авторы: Prasen


Arijit Singh - Amazing Arijit
Альбом Amazing Arijit
дата релиза
30-01-2020




Внимание! Не стесняйтесь оставлять отзывы.