ARK - Eto Chai Tobuo текст песни

Текст песни Eto Chai Tobuo - Ark




এত চাই তবুও কেন পাইনা
হ্যা হ্যা হ্যা ইয়ে হে হে ইয়ে হে হে
এত চাই তবুও কেন পাই না অতটা চাইনি যতটা পাওয়ার নয়,
আমি আজ বেদনা হত অতটা পাইনি যতটা চাওয়ার নয়,
যদি তা চাইতাম ফিরে যেতাম সেই অতীত জীবনের ভূমিকায়,
দূর বহু দূরে সুরে সুরে কত অতৃপ্ত তৃপ্তির ভাসনাই নতুন করে সূধরে নিতাম চাওয়া পাওয়ার হিসেব টুকু।
এত চাই তবুও কেন পাই না অতটা চাইনি যতটা পাওয়ার নয়,
হ্যা হ্যা হ্যা ইয়ে হে হে ইয়ে হে হে
ছট্টু যারা শিশু শ্রমিক,
ছট্টু দুটি হাত
অমানবিক শ্রম বিনিময় অল্প কটা ভাত
অও রক্ত পানির ন্যায় চাওয়া পাওনা,
কেন সইনা কেন সইনা সইনা
এত চাই তবুও কেন পাই না অতটা চাইনি যতটা পাওয়ার নয়,
হ্যা হ্যা হ্যা ইয়ে হে হে ইয়ে হে হে
সৃষ্ট কর্মে পুরষ্কারে জরাবে নয়,
স্রষ্টার আশির্বাদে সৃষ্টি যেন হয়,
ক্ষুদ্র আমার ক্ষুদ্র চাওয়া ক্ষুদ্র সীমানা সীমানা সীমানায়
এত চাই তবুও কেন পাই না অতটা চাইনি যতটা পাওয়ার নয়,
আমি আজ বেদনা হত অতটা পাইনি যতটা চাওয়ার নয়,
যদি তা চাইতাম ফিরে যেতাম সেই অতীত জীবনের ভূমিকায়,
দূর বহু দূরে সুরে সুরে কত অতৃপ্ত তৃপ্তির ভাসনাই নতুন করে সূধরে নিতাম চাওয়া পাওয়ার হিসেব টুকু।
এত চাই তবুও কেন পাই না অতটা চাইনি যতটা পাওয়ার নয় আ...





Внимание! Не стесняйтесь оставлять отзывы.