Arnob - Bakse Bakse текст песни

Текст песни Bakse Bakse - Arnob



বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা
(বাক্সে বাক্সে বাক্সে বাক্সে)
বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা
বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা
বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা
বাক্সে বাক্সে ঘুরে বেড়াই
যাচ্ছে উড়ে আঁকার পাতা
(গানের খাতা, গানের খাতা)
(আঁকার পাতা, আঁকার পাতা)
বোকা বাকসের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা
বোকা বাকসের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা
বাক্সে বাক্সে ঘুরে বেড়াই
যাচ্ছে উড়ে আঁকার পাতা
(গানের খাতা, আঁকার পাতা)
ছোটো বড় রঙিন বাক্স
ভীড় করেছে সবুজ মাঠে
ছোটো বড় রঙিন বাক্স
ভীড় করেছে সবুজ মাঠে
রোদ বৃষ্টি বাক্সে পড়ে
বাক্সে আছি অন্ধকারে
বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা
বাক্সে বাক্সে বন্দী বাক্স (বাক্স বাক্সে)
বাক্সে বাক্সে বন্দী বাসা (বাক্সে বাক্সে)
বাক্সে বাক্সে বন্দী বাক্স (বাক্স বাক্সে)
বাক্সে বাক্সে বন্দী বাসা (বাক্সে বাক্সে)
বাক্স দিয়ে বাক্স গড়া (বাক্স দিয়ে)
বাক্সতে সব স্বপ্ন আশা (বাক্সতে সব)
বাক্স দিয়ে বাক্স গড়া (বাক্স দিয়ে)
বাক্সতে সব স্বপ্ন আশা (বাক্সতে সব)
বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা
বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা...




Arnob - Hok Kolorob
Альбом Hok Kolorob
дата релиза
01-02-2017




Внимание! Не стесняйтесь оставлять отзывы.