Текст песни Ghor Bahir - Arnob
ঘর
বাহির
পাপের
আকাশ
রাত্রি
জেগে
বৃষ্টি
খোঁজে
উথাল
পাথাল
দিল-দরিয়া
অথই
জলের
দৃষ্টি
বোজে
ঘর
বাহির
পাপের
আকাশ
রাত্রি
জেগে
বৃষ্টি
খোঁজে
উথাল
পাথাল
দিল-দরিয়া
অথই
জলের
দৃষ্টি
বোজে
ঘাটের
কাছে
অন্যলোকের
দুলবে
ডিঙ্গি
ডাইনে-বাঁয়ে
কোথাও
দূরে
নিভবেই
তারা
জ্বলবে
জোনাক
আমার
গায়ে
ঘাটের
কাছে
অন্যলোকের
দুলবে
ডিঙ্গি
ডাইনে-বাঁয়ে
কোথাও
দূরে
নিভবেই
তারা
জ্বলবে
জোনাক
আমার
গায়ে
আলোর
রসদ
খুঁজবে
কালো
আকুল
হুতাশ
বিঁধবে
বুকে
মাঝ
নদীতে
তুলবে
তুফান
সবটা
যাবে
এইবার
চুকে
আলোর
রসদ
খুঁজবে
কালো
আকুল
হুতাশ
বিঁধবে
বুকে
মাঝ
নদীতে
তুলবে
তুফান
সবটা
যাবে
এইবার
চুকে
ঘাটের
কাছে
অন্যলোকের
দুলবে
ডিঙ্গি
ডাইনে-বাঁয়ে
কোথাও
দূরে
নিভবেইতারা
জ্বলবে
জোনাক
আমার
গায়ে
ঘাটের
কাছে
অন্যলোকের
দুলবে
ডিঙ্গি
ডাইনে-বাঁয়ে
কোথাও
দূরে
নিভবে
তারা
জ্বলবে
জোনাক
আমার
গায়ে
Внимание! Не стесняйтесь оставлять отзывы.