Arnob - Prokrito Jol текст песни
Arnob Prokrito Jol

Prokrito Jol

Arnob



Текст песни Prokrito Jol - Arnob




প্রকৃত জল খুঁজে বেড়াই
প্রকৃত জল খুঁজে বেড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত
জানলা তুমি আকাশ দেখাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
ঘুম ফুরাবার স্বপ্ন দেখাও
নীলের ভেতর নীল, তার চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা চিল
প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত
প্রকৃত জল খুঁজে বেড়াই
প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত
গাংচিল তুমি ধ্রুবক শেখাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিক কুড়িয়ে কাটে মৌসুম
তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিক কুড়িয়ে কাটে মৌসুম
তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিক কুড়িয়ে কাটে মৌসুম
প্রকৃত জল খুঁজে বেড়াই
প্রকৃত জল খুঁজে বেড়াই
প্রকৃত জল খুঁজে বেড়াই
প্রকৃত জল খুঁজে বেড়াই
প্রকৃত জল খুঁজে বেড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত
জানলা তুমি আকাশ দেখাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
আমরা ক'জন অথবা একাও
ঘুম ফুরাবার স্বপ্ন দেখাও
নীলের ভেতর নীল, তার চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা চিল
প্রকৃত জল খুঁজে বেড়াই
প্রকৃত জল খুঁজে বেড়াই
প্রকৃত জল খুঁজে বেড়াই





Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}