Arnob - Shomoy Kate текст песни

Текст песни Shomoy Kate - Arnob




সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে
ঘুমেরই নির্ঘুম ক্ষণ
শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে
না জেনে ফেরারী মন
পিচ গলা তরলে আটকে পা
দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে
অসতর্ক হৃদয় পোষ মানে
মিথ্যে বলার আফশোসে।
পিচ গলা তরলে আটকে পা
দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে
অসতর্ক হৃদয় পোষ মানে
মিথ্যে বলার আফশোসে।
সকালে বিকালে উঠে রোজ অকালে
গোলে মালে ফাঁক তালে
বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই মাল নেই
ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে
মুখখানা ফ্যাকাশে
তাই বুঝি একা সে
মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে তালে তালে
বাসে ঝুলে বেহালে
ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে
লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়
অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে
শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ
সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে
ঘুমেরই নির্ঘুম ক্ষণ
শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে
না জেনে ফেরারী মন...
সকালে বিকালে উঠে রোজ অকালে
গোলে মালে ফাঁক তালে
বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই মাল নেই
ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে
মুখখানা ফ্যাকাশে
তাই বুঝি একা সে
মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে তালে তালে
বাসে ঝুলে বেহালে
ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে
লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়
অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে
শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ





Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}