Arun Kumar - Gram Chara Oi Ranga Matir Poth текст песни

Текст песни Gram Chara Oi Ranga Matir Poth - Arun Kumar



গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ
আমার মন ভোলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।
যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।
যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে।
যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে–
কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।




Arun Kumar - Rater Pakhi
Альбом Rater Pakhi
дата релиза
12-09-2017




Внимание! Не стесняйтесь оставлять отзывы.