Asha Bhosle - Bandha Moner Duar Diyechhi текст песни

Текст песни Bandha Moner Duar Diyechhi - Asha Bhosle




বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হাওয়া
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়ার
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হাওয়া
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়ার
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
নাই বা রইল কোনো আয়োজন
নেই তো কোনো কিছু প্রয়োজন
নাই বা রইল কোনো আয়োজন
নেই তো কোনো কিছু প্রয়োজন
মনের মাধুরী মিশিয়ে দিয়েছি
পেয়েছি পরম পাওয়া
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
আসুক আঁধারের রাতি
জ্বেলে দেবো প্রেমের বাতি
আসুক আঁধারের রাতি
জ্বেলে দেবো প্রেমের বাতি
এই তো শুরু জীবন-সাগরে
তরণী বেয়ে যাওয়ার
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হাওয়া
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়ার
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে



Авторы: Swapan Chakraborty


Внимание! Не стесняйтесь оставлять отзывы.