Asha Bhosle - Jiban Gaan Gaahi Ki Je текст песни

Текст песни Jiban Gaan Gaahi Ki Je - Asha Bhosle



জীবন গান গাহে কেহি যে
সুর বুঝি না যে
বাউল হল যে সকল রাগিনী
মন লাগে না কাজে
জীবন গান
কৃষ্ণ যেন সে ডাকে শুধু রাই
সব ভুলে আজ চলে যেতে চাই
কৃষ্ণ যেন সে ডাকে শুধু রাই
সব ভুলে আজ চলে যেতে চাই
সুখ দুঃখ মিছে
সুখ দুঃখ মিছে
সকলই মায়া
মিছে মরি যে লাজে
জীবন গান গাহে কেহি যে
সুর বুঝি না যে
বাউল হল যে সকল রাগিনী
মন লাগে না কাজে
জীবন গান
ধ্রুব তারকা সুদূরে আঁকা
শুধু দেখি পথ তিমিরে ঢাকা
ধ্রুব তারকা সুদূরে আঁকা
শুধু দেখি পথ তিমিরে ঢাকা
কেন ডাকো পিছে
কেন ডাকো পিছে
চলেছি আমি অন্তবিহীন পথে
জীবন গান, জীবন গান
জীবন গান



Авторы: SALIL CHOWDHURY, HRIDAYNATH MANGESHKAR


Внимание! Не стесняйтесь оставлять отзывы.