Текст песни Du Chokher Isharay - Asit
দু
চোখের
ইশারায়
এই
মনটাকে
বেঁধেছি
আজ
স্বপ্ন
পুরে
বেপরোয়া
স্বপ্নরা
তোর
ঠিকানায়
গিয়েছি
উড়ে
দু
চোখের
ইশারায়
এই
মনটাকে
বেঁধেছি
আজ
স্বপ্ন
পুরে
বেপরোয়া
স্বপ্নরা
তোর
ঠিকানায়
গিয়েছি
উড়ে
হুম...
মেঘ
ভেজা
রোদ্দুরে
মাঝরাতে
দুপুরে
ছাউনিতে
ছাউনি
তোর
খুঁজেছে
বারে
বারে
হাত
বাড়িয়ে
দেখ
এই
হাত
ধরে
চল
যাই
চলে
বহু
দূরে
বেপরোয়া
স্বপ্নরা
তোর
ঠিকানায়
গিয়েছি
উড়ে
অন্তহীন
ইচ্ছেরা
চায়
শুধু
তোর
ছোয়া
রং
তুলি
তোর
চোখে
এঁকেছে
এ
কোন
হাওয়া
ডাক
দিচ্ছে
মনের
সব
ইচ্ছেরা
ভেসে
যাই
চল
অন্ত
মেলে
বেপরোয়া
স্বপ্নরা
তোর
ঠিকানায়
গিয়েছি
উড়ে
দু
চোখের
ইশারায়
এই
মনটাকে
বেঁধেছি
আজ
স্বপ্ন
পুরে
বেপরোয়া
স্বপ্নরা
তোর
ঠিকানায়
গিয়েছি
উড়ে
হে
...হে...
হে...
হো.হো...
হো...
![Asit - Boxer (Original Motion Picture Soundtrack)](https://pic.Lyrhub.com/img/f/t/p/w/mpNomOwpTf.jpg)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.