Babul Supriyo - Tora Je Ja Bolish Bhai - перевод текста песни на английский

Текст и перевод песни Babul Supriyo - Tora Je Ja Bolish Bhai




Tora Je Ja Bolish Bhai
Tora Je Ja Bolish Bhai
তোরা যে যা বলিস ভাই
You say whatever you want, sister
আমার সোনার হরিণ চাই
I want my golden deer
মনোহরণ চপলচরণ
Charming and agile
সোনার হরিণ চাই
My golden deer
সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়
It flashes past, evading my sight
যায়না তারে বাঁধা
It cannot be tied down
সে যে নাগাল পেলে পালায় ঠেলে
If it gets close, it pushes away
লাগায় চোখে ধাঁধা
Blinding my eyes
আমি ছুটবো পিছে মিছে মিছে
I'll chase it in vain
পাইবা নাহি পাই
I'll never catch it
আমি আপন-মনে মাঠে বনে
I'll disappear into the fields and forests
উধাও হয়ে ধাই।
In my own mind
তোরা যে যা বলিস ভাই
You say whatever you want, sister
আমার সোনার হরিণ চাই
I want my golden deer
মনোহরণ চপলচরণ
Charming and agile
সোনার হরিণ চাই।
My golden deer
তোরা পাবার জিনিষ হাতে কিনিস
You acquire what you can, sister
রাখিস ঘরে ভরে
You keep your home filled
যারে যায়না পাওয়া তারই হাওয়া
But what you can't have, you desire
লাগলো কেনো মোরে
Why does it bother me?
আমার যা ছিলো তা গেলো ঘুচে
What I had is gone, vanished
যা নেই তার ঝোঁকে
I yearn for what I don't have
আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি
You think I'll waste away my fortune
মরি তারই শোকে?
And die of heartbreak?
আমি আছি সুখে হাস্যমুখে
I'm happy and carefree
দুঃখ আমার নাই
I have no sorrows
আমি আপন-মনে মাঠে বনে
I'll disappear into the fields and forests
উধাও হয়ে ধাই।
In my own mind
তোরা যে যা বলিস ভাই
You say whatever you want, sister
আমার সোনার হরিণ চাই
I want my golden deer
মনোহরণ চপলচরণ
Charming and agile
সোনার হরিণ চাই
My golden deer





Авторы: TAGORE RABINDRANATH, RABINDRANATH TAGORE


Внимание! Не стесняйтесь оставлять отзывы.