Babul Supriyo - Bhenge More текст песни

Текст песни Bhenge More - Babul Supriyo



ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বুঝি গো রাত পোহালো,
বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে--
সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
আকাশের যত তারা
চেয়ে রয় নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
প্রভাতের পথিক সবে
এল কি কলরবে--
গেল কি গান গেয়ে ওই সারে সারে!
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
Translate to English




Babul Supriyo - Babul Baul
Альбом Babul Baul
дата релиза
16-08-2014




Внимание! Не стесняйтесь оставлять отзывы.