Rabindranath Tagore - Je Tore Pagol Bole (Original) текст песни
Rabindranath Tagore Je Tore Pagol Bole (Original)

Je Tore Pagol Bole (Original)

Rabindranath Tagore



Текст песни Je Tore Pagol Bole (Original) - Binit Ranjan Maitra feat. Tirtha Bhattacharjee & Chandril Bhattacharya




যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু পিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
সে এক আজব ক্ষ্যাপা
সে এক আজব ক্ষ্যাপা
ঝাঁকড়া চুলে যা হচ্ছে তা
যেই না হওয়া যাচ্ছে ভুলে
চুলচেরা তার বিশ্লেষণে
প্রমাদ গোনে সকল জনে
(সকল জনে, সকল জনে)
(সকল জনে, সকল জনে)
ঝাঁকড়া চুলে যা হচ্ছে তা
যেই না হওয়া যাচ্ছে ভুলে
চুলচেরা বিশ্লেষণে
প্রমাদ গোনে সকল জনে
(সকল জনে, সকল জনে)
(সকল জনে, সকল জনে)
সে আনমনে সত্যিটাকে
মিথ্যে থেকে উপড়ে আনে
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু পিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
সে এক আজব ক্ষ্যাপা
সে এক আজব ক্ষ্যাপা
দেখলে তাকে বেবাক লোকে
পুচ্ছ তুলে ছুটতে থাকে
ভাবছে সবাই কাঁহাতকে
গোয়েন্দাকে ঠেকিয়ে রেখে
(ঠেকিয়ে রেখে, ঠেকিয়ে রেখে)
(ঠেকিয়ে রেখে, ঠেকিয়ে রেখে)
দেখলে তাকে বেবাক লোকে
পুচ্ছ তুলে ছুটতে থাকে
ভাবছে সবাই কাঁহাতকে
গোয়েন্দাকে ঠেকিয়ে রেখে
প্রাণটি বাঁচাই খতরনাকে
খুনির চেয়েও দিচ্ছে নাকে
দড়ি সবার, ছুটছে সবাই
ধরমরিয়ে ধড়ফড়িয়ে
ধড়ফড়িয়ে, ধড়ফড়িয়ে
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু
যে তোরে পাগল বলে
তারে তুই-



Авторы: Rabindranath Tagore


Rabindranath Tagore - Gora
Альбом Gora
дата релиза
30-12-2021




Внимание! Не стесняйтесь оставлять отзывы.