Bratati Bandyopadhyay - Talgachh текст песни

Текст песни Talgachh - Bratati Bandyopadhyay




তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়
একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার
মনে মনে ভাবে বুঝি ডানা এই
উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার
সারা দিন ঝরঝর থত্থর
কাঁপে পাতা-পত্তর, ওড়ে যেন ভাবে
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে যেন কোথা যাবে
তার পরে হাওয়া যেই নেমে যায়
পাতা-কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি
যেই ভাবে মা যে হয় মাটি তার
ভালো লাগে আরবার, পৃথিবীর কোণটি



Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.