Debabrata Biswas - Aamar Hiyar Majhey - перевод текста песни на немецкий

Aamar Hiyar Majhey - Debabrata Biswasперевод на немецкий




Aamar Hiyar Majhey
In meinem Herzen
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
In meinem Herzen hast du dich versteckt
দেখতে আমি পাই নি
Doch ich konnte dich nicht sehen
তোমায় দেখতে আমি পাই নি
Dich zu sehen, gelang mir nicht
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
In meinem Herzen hast du dich versteckt
বাহির-পানে চোখ মেলেছি, বাহির-পানে
Äußere Schale zerbrach, diese Hülle
আমার হৃদয়-পানে চাই নি
Mein Herz jedoch blieb unberührt
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
In meinem Herzen hast du dich versteckt
আমার সকল ভালোবাসায়
In all meiner Liebe
সকল আঘাত সকল আশায়
In jedem Schmerz, in jeder Hoffnung
আমার সকল ভালোবাসায়
In all meiner Liebe
সকল আঘাত সকল আশায়
In jedem Schmerz, in jeder Hoffnung
তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে
Du warst nah bei mir, du warst
আমি তোমার কাছে যাই নি
Doch ich kam niemals zu dir
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
In meinem Herzen hast du dich versteckt
তুমি মোর আনন্দ হয়ে
Du bist meine Freude
ছিলে আমার খেলায়
Warst mein Spiel
তুমি মোর আনন্দ হয়ে
Du bist meine Freude
ছিলে আমার খেলায়
Warst mein Spiel
আনন্দে তাই ভুলেছিলেম
In Glück vergaß ich dich
আনন্দে তাই ভুলেছিলেম
In Glück vergaß ich dich
কেটেছে দিন হেলায়
Wie viele Tage so?
গোপন রহি গভীর প্রাণে
Verborgener Atem der Seele
আমার দুঃখসুখের গানে
In meinen Liedern voll Leid und Freude
গোপন রহি গভীর প্রাণে
Verborgener Atem der Seele
আমার দুঃখসুখের গানে
In meinen Liedern voll Leid und Freude
সুর দিয়েছ তুমি
Mit Melodien gabst du
আমি তোমার গান তো গাই নি
Doch ich sang nie dein Lied
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
In meinem Herzen hast du dich versteckt
দেখতে আমি পাই নি
Doch ich konnte dich nicht sehen
তোমায় দেখতে আমি পাই নি
Dich zu sehen, gelang mir nicht
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
In meinem Herzen hast du dich versteckt






Внимание! Не стесняйтесь оставлять отзывы.