Debabrata Biswas - Ja Peyechhi текст песни

Текст песни Ja Peyechhi - Debabrata Biswas




যা যা পেয়েছি প্রথম দিনে
সেই সেই যেন পাই শেষে
দু'হাত দিয়ে বিশ্বেরে ছুঁই
শিশুর মতো হেসে
যা যা পেয়েছি
যাবার বেলা সহজেরে
যাই যেন মোর প্রণাম সেরে
যাবার বেলা সহজেরে
যাই যেন মোর প্রণাম সেরে
সকল পন্থা যেথায় মেলে
সেথা দাঁড়াই এসে
যা যা পেয়েছি
খুঁজতে যারে হয় না কোথাও
চোখ যেন তায় দেখে
সদাই যে রয় কাছে
তারই পরশ যেন ঠেকে
নিত্য যাহার থাকি কোলে
তারেই যেন যাই গো বলে
নিত্য যাহার থাকি কোলে
তারেই যেন যাই গো বলে
এই জীবনে ধন্য হলেম
তোমায় ভালোবেসে
যা যা পেয়েছি প্রথম দিনে
সেই সেই যেন পাই শেষে
দু'হাত দিয়ে বিশ্বেরে ছুঁই
শিশুর মতো হেসে
যা যা পেয়েছি





Внимание! Не стесняйтесь оставлять отзывы.