Debabrata Biswas - Chitto Amar Haralo текст песни
Debabrata Biswas Chitto Amar Haralo

Chitto Amar Haralo

Debabrata Biswas



Текст песни Chitto Amar Haralo - Debabrata Biswas




চিত্ত আমার হারালো, হারালো আজ
মেঘের মাঝারে
চিত্ত আমার হারালো, হারালো আজ
কোথায় ছুটে চলেছে সে, কোথায় কে জানে
চিত্ত আমার হারালো, হারালো আজ
বিজুলি তার বীণার তারে
আঘাত করে বারে বারে
বিজুলি তার বীণার তারে
আঘাত করে বারে বারে
বুকের মাঝে বজ্র বাজে
বাজে কি মহাতানে
হারালো, হারালো আজ
মেঘের মাঝারে
চিত্ত আমার হারালো, হারালো আজ
পুঞ্জ পুঞ্জ ভারে ভারে
নিবিড় নীল অন্ধকারে
জড়ালো রে অঙ্গ আমার জড়ালো
ছড়ালো প্রাণে, জড়ালো
পুঞ্জ পুঞ্জ ভারে ভারে
নিবিড় নীল অন্ধকারে
জড়ালো রে অঙ্গ আমার জড়ালো
ছড়ালো প্রাণে, জড়ালো
পাগল হাওয়া নৃত্যে মাতি
হল আমার সাথের সাথি
পাগল হাওয়া নৃত্যে মাতি
হল আমার সাথের সাথি
অট্ট হাসে ধায় কোথা সে
বারণ না মানে
হারালো, হারালো আজ
মেঘের মাঝারে
চিত্ত আমার হারালো, হারালো আজ




Внимание! Не стесняйтесь оставлять отзывы.