Debolina Nandy - Durga Naamer Ki Mohima текст песни

Текст песни Durga Naamer Ki Mohima - Debolina Nandy



দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে
দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে
সবার মনে সর্বক্ষণে, সবার মনে সর্বক্ষণে
মা যে বিরাজ করে, ও, মা যে বিরাজ করে
দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে
দুর্গা, দুর্গা, দুর্গা
শরৎ এলে কাশের বনে হাওয়ায় দোলা লাগে
শিউলি ফোটে শাখে শাখে, গন্ধে মাতাল করে
মায়ের আগমনে সবার আনন্দে মন নাচে
ও, মায়ের আগমনে সবার আনন্দে মন নাচে
দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি
হাজার হাজার অসুরে, মা, ভুবন গেছে ছেয়ে
তাদের থেকে পারবে কি মা বাঁচাতে পৃথিবীকে?
ভালোবাসা, শুভচিন্তা দাও, মা, তাদের মনে
ও, ভালোবাসা, শুভচিন্তা দাও, মা, তাদের মনে
দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে
সবার মনে সর্বক্ষণে, সবার মনে সর্বক্ষণে
মা যে বিরাজ করে, ও, মা যে বিরাজ করে
দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে
দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে
দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে
দুর্গা নামের কী মহিমা জগত সংসারেতে



Авторы: Dibakar Nath


Debolina Nandy - Durga Naamer Ki Mohima
Альбом Durga Naamer Ki Mohima
дата релиза
01-05-2021




Внимание! Не стесняйтесь оставлять отзывы.