Текст песни Amar Rat Pohalo - Iman
আমার
রাত
পোহালো,
শারদ
প্রাতে
আমার
রাত
পোহালো
বাঁশি
বাঁশি
তোমায়
দিয়ে
যাব
কাহার
হাতে
আমার
রাত
পোহালো
তোমার
বুকে
বাজলো
ধ্বনি
বিদায়
গাঁথা
আগমনী
কত
যে
ফাল্গুনে
শ্রাবণে
কত
প্রভাতে
রাতে
আমার
রাত
পোহালো
যে
কথা
রয়
প্রাণের
ভিতর
আগোচরে
গানে
গানে
নিয়েছিলে
চুরি
করে
আগোচরে
সময়
যে
তার
হল
গত
নিশি
শেষের
তারার
মত
হল
গত
শেষ
করে
দাও
শিউলি
ফুলের
মরণ
সাথে
আমার
রাত
পোহালো
শারদ
প্রাতে
আমার
রাত
পোহালো
Внимание! Не стесняйтесь оставлять отзывы.