Iman - Pagla Hawa текст песни

Текст песни Pagla Hawa - Iman



পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে।
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে॥
যাবে না, যাবে না–
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা,
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
যত মাতাল জুটে।
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥
পাব না, পাব না,
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥



Авторы: RABINDRANATH TAGORE


Iman - Je Acho Ontorey
Альбом Je Acho Ontorey
дата релиза
01-12-2016




Внимание! Не стесняйтесь оставлять отзывы.