Jayati Chakraborty - Chander Hanshi текст песни

Текст песни Chander Hanshi - Jayati Chakraborty




চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
পাগল হাওয়া বুঝতে না′রে ডাক পড়েছে কোথায় তারে
পাগল হাওয়া বুঝতে না'রে ডাক পড়েছে কোথায় তারে
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}