Текст песни A Kon Betha - Jewel
এ
কোন
ব্যাথায়
এই
বুক
ভেঙে
যায়
কখনো
বোঝোনি
তুমি
এক
নীড়
ভাঙা
পাখি
একাকী
কাঁদে
কখনো
শোনোনি
তুমি
কতটা
ব্যাথা
পেয়ে
কেঁদেছি
এই
আমি
কি
করে
তোমাকে
বোঝাই
বলো
না
তুমি
কি
করে
তোমাকে
বোঝাই
কি
করে?
এ
কোন
ব্যাথায়
এই
বুক
ভেঙে
যায়
কখনো
বোঝোনি
তুমি
এক
নীড়
ভাঙ্গা
পাখি
একাকী
কাঁদে
কখনো
শোনোনি
তুমি
কতটা
ব্যাথা
পেয়ে
কেঁদেছি
এই
আমি
কি
করে
তোমাকে
বোঝাই
বলো
না
তুমি
কি
করে
তোমাকে
বোঝাই
কি
করে?
আমার
চোখ
বেয়ে
বেয়ে
বয়ে
গেছে
দুখেরই
নদী
একা
চাঁদ
জাগে
রাতে
আমার
সাথে
দু'জনে
সমান
বিবাগী
অনেক
অভিমানে
রাত
উদাসী
তারারা
আলো
জ্বালেনী
কি
করে
তোমাকে
বোঝাই?
কি
করে
তোমাকে
বোঝাই?
তোমার
পথ
চেয়ে
চেয়ে
ফাগুন
গিয়েছে
চলে
পাতাঝরা
গোধূলী
গেছে
ফিরে
কিছুই
যায়নি
বলে
ফেরারী
সেই
ক্ষনে
কেঁদেছে
বাতাস
কেঁদেছি
একা
আমি
কি
করে
তোমাকে
বোঝাই?
কি
করে
তোমাকে
বোঝাই?
এ
কোন
ব্যাথায়
এই
বুক
ভেঙে
যায়
কখনো
বোঝোনি
তুমি
এক
নীড়
ভাঙা
পাখি
একাকী
কাঁদে
কখনো
শোনোনি
তুমি
কতটা
ব্যাথা
পেয়ে
কেঁদেছি
এই
আমি
কি
করে
তোমাকে
বোঝাই
বলো
না
তুমি
কি
করে
তোমাকে
বোঝাই
কি
করে?

1 Bibagi Ratey
2 Atit Amar
3 Gaan Chuye
4 Ei Amakey
5 Ferari Ami
6 Tomar Majhey
7 Chand Uthley
8 Tumi Nei
9 A Kon Betha
10 Amar Apon
11 Purono Sur
12 Ekhane Pother Shesh
Внимание! Не стесняйтесь оставлять отзывы.