Jony - Tumi Jodi Chao текст песни

Текст песни Tumi Jodi Chao - Jony




তুমি চাইলে ঠিকিই পারতে
ছায়া হয়ে পাশে থাকতে
তুমি পাগল.
এই আমাকে এই আমিটাকে
বুকে জড়িয়ে রাখতে।
তুমি চাইলে ঠিকিই পারতে
ভালবাসা টুকু বাঁচিয়ে রাখতে
শত রঙে সাজিয়ে তাকে
আমায় নিয়ে বাঁচতে।
কি ভুল ছিল আমার?
কেরে নিয়েছো,
সব অধিকার?
শুধু শুধুই ভালবেসেছি
বৃথাই স্বপ্ন বুনেছি
নিজের সাথেই লড়ে আমি.
নিজের কাছে হেরেছি।
শুধু শুধুই ভালবেসেছি
বৃথাই স্বপ্ন বুনেছি
নিজের সাথেই লড়ে আমি.
নিজের কাছে হেরেছি।
তুমি চাইলে ঠিকিই পারতে
গড়তে সেই ছোট্ট সংসার
যার স্বপ্ন দেখিয়ে তুমি
সাজিয়েছিলে. পৃথিবী আমার.
তুমি চাইলে ঠিকিই পারতে
জানালার পর্দা সরিয়ে
প্রভাতের. মিষ্টি আলোয়
আমার ঘুম ভাঙাতে।
কি ভুল ছিল আমার?
কেরে নিয়েছো.
সব অধিকার?
শুধু শুধুই ভালবেসেছি
বৃথাই স্বপ্ন বুনেছি
নিজের সাথেই লড়ে আমি
নিজের কাছে হেরেছি।
শুধু শুধুই ভালবেসেছি
বৃথাই স্বপ্ন বুনেছি
নিজের সাথেই লড়ে আমি
নিজের কাছে হেরেছি।
মুঠোফোনে বলা.
হাজার গল্পের ভীড়ে,
যে রাতগুলো. হারিয়ে যেতো,
তুমি চাইলেই, চোখে চোখ রেখে,
সেই রাতগুলো. পেড়িয়ে যেতো।
কখনো জানালার. পাশে,
কখনো বা. খোলা আকাশের নিচে,
বসে একসাথে, হাতে হাত রেখে
সন্ধাতারা গুলো... গোনা হত।
তুমি চাইলে. সবই হত।
দেখো আজও দু-চোখে. আমার
তোমার দেয়া. শেষ উপহার
শুধু শুধুই ভালবেসেছি
বৃথাই স্বপ্ন বুনেছি
নিজের সাথেই লড়ে আমি
নিজের কাছে হেরেছি।
শুধু শুধুই ভালবেসেছি
বৃথাই সব স্বপ্ন বুনেছি
নিজের সাথেই লড়ে আমি
নিজের কাছে হেরেছি।



Авторы: bappa mazumder



Внимание! Не стесняйтесь оставлять отзывы.