Текст песни Jagorane Jay Bibhabori - Anjan Dutt , Kabir Suman , Somlata Acharyya Chowdhury
                                                জাগরণে 
                                                যায় 
                                                বিভাবরী
 
                                    
                                
                                                আঁখি 
                                                হতে 
                                                ঘুম 
                                                নিল 
                                                হরি
 
                                    
                                
                                                কে 
                                                নিলো 
                                                হরি?
 
                                    
                                
                                                মরি 
                                                মরি
 
                                    
                                
                                                জাগরণে 
                                                যায় 
                                                বিভাবরী
 
                                    
                                
                                                আঁখি 
                                                হতে 
                                                ঘুম 
                                                নিল 
                                                হরি
 
                                    
                                
                                                কে 
                                                নিলো 
                                                হরি?
 
                                    
                                
                                                মরি 
                                                মরি
 
                                    
                                
                                                জাগরণে 
                                                যায় 
                                                বিভাবরী
 
                                    
                                
                                                যার 
                                                লাগি 
                                                ফিরি 
                                                একা 
                                                একা
 
                                    
                                
                                                আঁখি 
                                                পিপাসিত, 
                                                নাহি 
                                                দেখা
 
                                    
                                
                                                তারই 
                                                বাঁশি, 
                                                ওগো, 
                                                তারই 
                                                বাঁশি
 
                                    
                                
                                                তারই 
                                                বাঁশি 
                                                বাজে 
                                                হিয়া 
                                                ভরি
 
                                    
                                
                                                মরি 
                                                মরি
 
                                    
                                
                                                জাগরণে 
                                                যায় 
                                                বিভাবরী
 
                                    
                                
                                                বাণী 
                                                নাহি, 
                                                তবু 
                                                কানে 
                                                কানে
 
                                    
                                
                                                কী 
                                                যে 
                                                শুনি
 
                                    
                                
                                                কী 
                                                যে 
                                                শুনি 
                                                তাহা 
                                                কে 
                                                বা 
                                                জানে
 
                                    
                                
                                                বাণী 
                                                নাহি, 
                                                তবু 
                                                কানে 
                                                কানে
 
                                    
                                
                                                কী 
                                                যে 
                                                শুনি
 
                                    
                                
                                                কী 
                                                যে 
                                                শুনি 
                                                তাহা 
                                                কে 
                                                বা 
                                                জানে
 
                                    
                                
                                                এই 
                                                হিয়া 
                                                ভরা 
                                                বেদনা 
                                                তে
 
                                    
                                
                                                বারি 
                                                ছলছল 
                                                আঁখি 
                                                পাতে
 
                                    
                                
                                                এই 
                                                হিয়া 
                                                ভরা 
                                                বেদনা 
                                                তে
 
                                    
                                
                                                বারি 
                                                ছলছল 
                                                আঁখি 
                                                পাতে
 
                                    
                                
                                                ছায়া 
                                                দোলে, 
                                                তারি 
                                                ছায়া 
                                                দোলে
 
                                    
                                
                                                ছায়া 
                                                দোলে 
                                                দিবানিশি 
                                                ধরি
 
                                    
                                
                                                মরি 
                                                মরি
 
                                    
                                
                                                জাগরণে 
                                                যায় 
                                                বিভাবরী
 
                                    
                                
                                                আঁখি 
                                                হতে 
                                                ঘুম 
                                                নিল 
                                                হরি
 
                                    
                                
                                                কে 
                                                নিলো 
                                                হরি?
 
                                    
                                
                                                মরি 
                                                মরি
 
                                    
                                
                                                জাগরণে 
                                                যায় 
                                                বিভাবরী...
 
                                    
                                Внимание! Не стесняйтесь оставлять отзывы.