Lagnajita Chakraborty feat. DJ Rik - Ekhanei (Lofi) текст песни

Текст песни Ekhanei (Lofi) - Lagnajita Chakraborty feat. DJ Rik




রাতের আস্কারাতে
কত তারা খসে যায়
বসে ঠায় একতারা কে বাজায়?
রাতের আস্কারাতে
কত তারা খসে যায়
বসে ঠায় একতারা কে বাজায়?
আর কাটে না সময়
শুধু শূন্যতায় শূন্য বাড়ায়
বসে ঠায় একতারা কে বাজায়?
এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ
এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ
শেষ রাতে হওয়া প্রথম আলাপ
নীরবতা জুড়ে বার্তালাপ
দমকা হাওয়ায়, থমকে সময়
আচমকা পথ হারানো ঠিকানায়
ধ্রুবতারা চোখে নিষ্পলক
কত কাছে তবু কত আলোকবর্ষ দূরে
আকাশ জুড়ে
দিকশূন্য দূরবীন সাজায়
জোছনায় সে আকাশ ঝলসে যায়
খসে যায়, আরও তারা খসে যায়
তবু এখানেই সরে যায় এখানেই ছোঁয়া হাত
হাসে চাঁদ এখানেই, এখানেই উল্কাপাত
এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ



Авторы: Diptarka Bose, Arnab Choudhury


Lagnajita Chakraborty feat. DJ Rik - Ekhanei (Lofi) - Single
Альбом Ekhanei (Lofi) - Single
дата релиза
05-04-2023



Внимание! Не стесняйтесь оставлять отзывы.