Manoj Murali Nair - Har Mana Har текст песни

Текст песни Har Mana Har - Manoj Murali Nair




হার-মানা হার পরাব তোমার গলে
হার-মানা হার পরাব তোমার গলে
দূরে রব কত আপন বলের ছলে
হার-মানা হার পরাব তোমার গলে
জানি আমি জানি ভেসে যাবে অভিমান
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ
জানি আমি জানি ভেসে যাবে অভিমান
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ
শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান
পাষান তখন গলিবে নয়নজলে
হার-মানা হার পরাব তোমার গলে
শতদল-দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিনতরে
শতদল-দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিনতরে
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি
কিছুই সেদিন কিছুই রবে না বাকি
গভীর মরণ লভিব চরণতলে
হার-মানা হার পরাব তোমার গলে
হার-মানা হার পরাব তোমার গলে
দূরে রব কত আপন বলের ছলে
হার-মানা হার পরাব তোমার গলে
হার-মানা হার পরাব তোমার গলে



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}