Robin Majumdar - Anek Paoyar Majhe Majhe текст песни

Текст песни Anek Paoyar Majhe Majhe - Robin Majumdar




অনেক পাওয়ার, অনেক পাওয়ার মাঝে মাঝে
কবে কখন একটু খানিক পাওয়া
এই পুকুরতে, এই পুকুরতেই জাগায় দক্ষিণ হাওয়া
দক্ষিণ হাওয়া
অনেক পাওয়ার, দিনের পরে দিন চলে যায়
যেন তারা পথের প্রত্যেই হাঁকায়
প্রত্যেই হাঁকায়
বাহির হতেই, বাহির হতেই তাদের যায় আকাশ
কখন আসে একটি সকাল
কখন আসে একটি সকাল
যে যেন আমার ঘরেই বাঁধে বাঁধা
যে যেন আমার চিরদিনের চাওয়া
এই পুকুরতে, এই পুকুরতেই জাগায় দক্ষিণ হাওয়া
দক্ষিণ হাওয়া
অনেক পাওয়ার, আলিয়ে যাওয়া আলোর মাঝে
খানো খানো পুড়িয়ে খেলেন রাতে
রইল বাঁধা, রইল বাঁধা আমার জীবনের হারে
দিন কে আমার জোয়া দেয়া?
তুমি আবির কল্লোল আলোর মালা
আলোর মালা
তুমি রাত, তুমি রাত সাজায় আমার হালা
আজ পলকের ফুলক ঝটা
আজ পলকের ফুলক ঝটা
এক নিমেষের প্রদীপ খানিক জ্বালা
এক তারাটি আজ সামুদ্রণ গালা
এই পুকুরতে, এই পুকুরতেই জাগায় দক্ষিণ হাওয়া
দক্ষিণ হাওয়া
অনেক পাওয়া



Авторы: Rabindranath Tagore, Sudeshna Basu


Внимание! Не стесняйтесь оставлять отзывы.